জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো। জ্ঞানের আলোয় আলোকিত উন্নত জাতি গড়ার লক্ষ্যে ১৯৯৭ সালের ২১ শে মে প্রতিষ্ঠা করা হয় এই কলেজটি। প্রতিষ্ঠার পর হতে জ্ঞান বিতরণের মহৎ কাজটি অদম্য নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে চলেছে এই কলেজটি। ইতোমধ্যে এই কলেজটি নারায়ণগঞ্জ জেলায় ফলাফলের দিক হতে শীর্ষ স্থান অধিকার করে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই ধারা অব্যাহত রেখে কলেজটি যাতে ভবিষ্যতে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে তার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমি এ ব্যাপারে অত্র এলাকার সকলের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।
